বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বজ্রপাতে আক্কাস শিকদার (৬০) নামের এক মৎস্য খামারির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কাচনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্কাস শিকদার ওই গ্রামের মোজাম শিকদারের ছেলে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক জানান, শনিবার মধ্যরাতে আক্কাস শিকদার তার মাছের ঘেরে কাজ করছিলেন। হঠাৎ ভারী বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।