পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে কলাপাড়া চৌরাস্তা বাসস্ট্যান্ডে ছয়টি বাসে তল্লাশি চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়। পরে তা এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এ আদালত পরিচালনা করেন। এ সময় বাসচালকদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।