জামালপুরে গৃহবধূ অপহরণ মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। গতকাল জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার ভাংগুনীডাঙ্গা এলাকার মোন্নাফের ছেলে মো. মজনু মিয়া (৩২), ইমান আলীর ছেলে মো. জহুরুল ইসলাম (২৮), একই উপজেলার হানিফ উদ্দিন (৪০) ও মো. আবুল কাশেমের ছেলে মো. মমিন মিয়া (৩৩)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, জামালপুরের মেলান্দহ উপজেলার রান্ধনীগাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে ২০২২ সালের ৯ ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশে রওনা হলে রাস্তা থেকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে। পরে পুলিশ হানিফ উদ্দিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনার দুদিন পর ১১ ফেব্রুয়ারি ওই গৃহবধূর বাবা মো. হাবিবুর রহমান চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা করেন।