বগুড়ায় দুই গাড়ির সংঘর্ষে কলেজশিক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় কুমিল্লায় ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জে মারা গেছেন এক স্বর্ণকার। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
বগুড়া : মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ফাহাদ (২০) নামে কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। জেলার শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে। ফাহাদ রানীরহাটের আবদুল লতিফের ছেলে ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির ছাত্র। অন্যজনের নাম সাইফুল ইসলাম নয়ন (৪৫)। তিনি কাহালু উপজেলার রমজান আলীর ছেলে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুমিল্লা : নগরীর মগবাড়ি চৌমুহনী এলাকায় গতকাল ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রেজাউল কবীর বুলবুল (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুলবুল নগরীর পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা।
নারায়ণগঞ্জ : ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মারা গেছেন সালাম নামে এক স্বর্ণকার। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী দুই যুবক। বুধবার রাতে চানমারী এলাকায় এ ঘটনা ঘটে।