শেরপুরের নকলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাহাত হাসান কাইয়ুমের বিরুদ্ধে সরকারি কৃষি প্রণোদনা না দেওয়ায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহারিয়ার মুরসালিনকে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রাহাতকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। ওই কর্মকর্তাকে চরথাপ্পড় মারার সিসিক্যামেরা ফুটেজ ভাইরাল হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল রাহাত হাসান কাইয়ুমকে কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বহিষ্কারপত্র শেরপুরে পাঠানো হয়। বুধবার ওই কৃষি কর্মকর্তার অফিসে পেটানোর ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গী ছাত্রদল কর্মী ফজলুও ওই কর্মকর্তাকে পিটিয়েছেন। এ ঘটনায় নকলা থানায় মামলা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার বলেন, পুলিশ অভিযুক্ত যুবককে খুঁজছে।