নোয়াখালীর চাটখিলে ছাত্রলীগকর্মী তারেক হোসেন স্বপন হত্যা মামলার প্রধান আসামী রবিউল হোসেন ভূঁইয়া রবিনের বাড়িতে অগ্নিংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
আগুনে শরীরের ৪০ ভাগ পোড়া অবস্থায় বৃদ্ধকে সোমবার সকাল ৭টায় চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়। নিহত সিদ্দিক উল্লা ভূঁইয়া (৮৫) রবিনের দাদা।
পুলিশ জানিয়েছে, রবিবার ছয়ানী-টগবা গ্রামে ছাত্রলীগকর্মী তারেক হোসেন স্বপনকে নিজ বাড়িতে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর বিক্ষুদ্ধ লোকজন হত্যা মামলার প্রধান আসামী রবিউল হোসেন রবিনের বাড়িতে ভাংচুর চালায়। রবিন পলাতক থাকলেও মামলার অপর আসামী রবিনের বাবা লোকমান হোসেনকে রাতে গ্রেফতার করে পুলিশ। ভোর রাতের দিকে রবিনদের বসত ঘরে কে বা কারা অগ্নিসংযোগ। এতে একটি কক্ষের খাট ও বিছানা পুড়ে যায়।
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রহিস উদ্দিন জানান, আগুনে শরীরের ৪০ ভাগ পোড়া অবস্থায় বৃদ্ধকে সোমবার সকাল ৭টায় ভর্তি করার কিছুক্ষনের মধ্যে তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানান, রবিনের বাড়িতে আগুনের বিষয়টি আত্মঘাতি না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন