নিখোঁজ হওয়ার ৪ দিন পর মাছ ব্যাবসায়ী ভজন চন্দ্র দাসের (৩৪) বস্তাবন্দী লাশ সোমবার সকালে উদ্ধার করেছে কলমাকান্দা থানার পুলিশ। তিনি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের বিষ্ণুপুর বাগারপার গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আজ দুপুরে ভজনের সঙ্গে মাছের ব্যবসায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন: পশ্চিম বাজারের ফজর আলী (৪৫) ও ফাইজুল (৩৫)।
কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ জানান, বিষ্ণুপুর বাগারপার গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে ভজন চন্দ্র দাস গত ২২ তারিখ পূজা দেখতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পাওয়ায় ২৪ তারিখ সুনীল চন্দ্র দাস কলমাকান্দায় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সোমবার বেলা ১১ টার দিকে কলমাকান্দা পশ্চিম বাজারের মল্লিক অটো রাইস মিলের পিছনে ড্রেনে একটি বিশাল বস্তা দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে বস্তাবন্দী লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। সন্দেহজনকভাবে পশ্চিম বাজারের ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের সঙ্গে ভজন মাছের ব্যবসা করতেন।
বিডি-প্রতিদিন/ ২৬ অক্টোবর, ২০১৫/ রশিদা