পশ্চিম সুন্দরবনের বাদুরঝুলি খাল এলাকা থেকে ২৩ বিদেশী আগ্নেয়াস্ত্র ও এক হাজার ৫৩১ রাউন্ড তাজা গুলিসহ বনদস্যু ইলিয়াস বাহিনীর সদস্য শাহিনুর রহমানকে আটক করা হয়েছে। র্যাব-৬, খুলনার একটি দল সোমবার রাতে এই অভিযান চালায়। বিপুল এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের দিক দিয়ে এটি র্যাব-৬ এর এ যাবৎকালের সবচে' বড় সফলতা।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রর মধ্যে রয়েছে: ৭টি দোনালা বন্দুক, ৯টি একনলা বন্দুক, ৫টি পয়েন্ট টুটু এসএ রাইফেল, তুরস্কের তৈরি একটি এইট শুটার গান, একটি থ্রি নট থ্রি রাইফেল, এক হাজার রাউন্ড পয়েন্ট টুটু রাইফেলের গুলি, ৪৩৭ রাউন্ড বন্দুকের কার্তুজ, ৮৫ রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের গুলি এবং ৭ দশমিক ৬২ রাইফেলের গুলি ৯ রাউন্ড।
এই অভিযানের বিষয়ে আজ মঙ্গলবার সকালে র্যাব-৬, খুলনার সদর দপ্তরে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে অভিযান বিষয়ে বর্ণনা দেন র্যাব-৬, খুলনার পরিচালক (সিও) খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, র্যাব-৬ এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মাহফুজুল ইসলামের নেতৃত্বে অভিযানের সময় বনদস্যু ইলিয়াস বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। ১০ মিনিট বন্দুকযুদ্ধের পর ইলিয়াস বাহিনীর সদস্যরা বনের গভীরে পালিয়ে যায়। এ সময় আহত অবস্থায় শাহিনুর রহমান একটি এইট শুটার গান ও চার রাউন্ড গুলিসহ ধরা পড়ে। তার স্বীকারোক্তি অনুযায়ী আলোচিত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এক প্রশ্নের জবাবে র্যাব-৬ পরিচালক বলেন, উদ্ধার হওয়া বন্দুক ও রাইফেল বিদেশে তৈরি। এর মধ্যে কয়েকটি বৈধ লাইসেন্স থাকতে পারে। বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে। আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু শাহিনুর রহমানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৫/ রশিদা