ময়মনসিংহে শিবিরের গোপন বৈঠক চলাকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ৫ নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের কেওয়াটখালি এলাকার বলাশপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: বাকৃবি’র প্রচার সম্পাদক গোলাম কবির (২৫), সোনালিকা গাইড সম্পাদক সালেহ উদ্দিন (২৫) এবং শিবির সদস্য শফিকুল (২৫), নাছিম (২৪) ও শফিকুল (২৪)। এরা সবাই বাকৃবি’র সম্মান চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের ছাত্র।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মফিজুল ইসলাম জানান, নাশকতার পরিকল্পনায় বাকৃবি’র শিবিরকর্মীরা শহরের কেওয়াটখালি এলাকার বলাশপুরে গোপন বৈঠক করছিল। এ সময় খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৫/ রশিদা