নারী দিয়ে প্রতারণা করে চাঁদা আদায় চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার বাতেন খাঁর মোড় চুনারীপাড়ার মো. মতির স্ত্রী সীমা বেগম (৩৫), মসজিদপাড়ার মো. আলামিনের স্ত্রী বিথী (২২), স্টেশন রেলবস্তি হাড্ডিপ্রাড়ার জাকিরের স্ত্রী বিথি (২২), মাজেদের স্ত্রী মোসা. মিতু (২৮) ও প্রান্তিকপাড়ার সানাউলের ছেলে মিলন (২৭) ।
সদর মডেল থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েদের ব্যবহার করে চাঁদা আদায়কারী এই চক্রের পুরুষ সদস্য মিলন গত ২২ অক্টোবর নাটোর জেলার দস্তানাবাদ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৩৫)-কে প্রতারণার মাধ্যমে ডেকে রেলবস্তির বিথির বাড়িতে ডেকে মোবাইল ফোনে অশ্লীল ছবি তুলে ভয়ভীতি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ২৪ হাজার টাকা আদায় করে তাকে ছেড়ে দেয় এবং বাকি টাকা না দিলে তার অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে বলে জানায়। পরে জহির উদ্দিন বিষয়টি সদর মডেল থানা পুলিশ ও ডিবিকে জানানো হয়। এদিকে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৪ নারীসহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় ঈদুল নামে অন্য একজন পলাতক রয়েছেন। গ্রেফতারকৃত মিলন ও পলাতক ঈদুলের বিরুদ্ধে চাঁদাবাজী, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৫/ রশিদা