মেহেরপুর আতিরিক্ত জেলা ও দায়রা জর্জ আদালত রাশেদা খাতুন নামে এক নারী হত্যা মামলায় ৩ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুরের আতিরিক্ত জেলা ও দায়ার জজ আদালতের বিচারক টি এম মুসা এক জনাকীর্ণ আদালতে এ আদেশ দেন।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন: মেহেরপুর সদরের যাদপুর গ্রামের ইমাজ উদ্দিনের ছেলে সেন্টু মিয়া (২৯), আব্দুল মান্নানের ছেলে মিয়ারুল ইসলাম (৩০) এবং একই গ্রামের জহুর আলীর ছেলে কাবিদুল হক (৩২)।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৪ ফ্রেব্রুয়ারি বিকালের দিকে সদর থানা পুলিশ যাদবপুর গ্রামের দৌলত হোসেন নামের এক কৃষকের গমের ক্ষেতের মাটিতে পুঁতে রাখা অবস্থায় রাশেদার লাশ উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানার এস আই কামাল হোসেন বাদি হয়ে ১৪১নং জিডি বলে একটি মামলা দায়ের করেন। যার সেশন মামলা নং-২০/২০১১, জিআর মামলা নং-৪৪/২০১০। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিহাদ প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ১১ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক এবং আসামী পক্ষে আসাদুল আযম খোকন ও মিনা পাল কৌঁসুলীর দায়িত্ব পালন করেন।
এদিকে, সোমবার একই আদালত মেহেরপুর মুজিবনগর (তৎকালীন সদর) উপজেলার গোপালপুর গ্রামের আক্তারুজ্জামান আতাই নামের এক যুবক হত্যা মামলায় কালু হোসেন (৪৮) ও বাবলু হোসেন (৪৫) নামের দু’আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশের আদেশ দেন ।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৫/ রশিদা