গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জাহিদা আক্তার আয়শা (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রাম থেকে আয়শার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে তা ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আয়শা ওই গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী এবং উপজেলার কোচাশহর রতনপুর গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
এদিকে, এ ঘটনার পর থেকে স্বামী জাহাঙ্গীর ও তার বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানায়, ৩ বছর আগে জাহাঙ্গীরের সঙ্গে আয়শার বিয়ে হয়। বিয়ের পর থেকেই কারণে-অকারণে তার ওপর নির্যাতন করে আসছেন জাহাঙ্গীর। সোমবার রাতে দু’জনের মধ্যে ঝগড়া হয়। এতে অভিমানে মঙ্গলবার সকালে আয়শা বিষপানে আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার করেন স্বামী জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যরা।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে আয়শাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন