নোয়াখালীর সোনাইমুড়ীতে অস্ত্র, গুলি, দুটি রেজিষ্ট্রিবিহীন মোটরসাইকেল ও একটি ছিনতাই প্রাইভেটকারসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোনাইমুড়ী থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে পুলিশ উপজেলার সোনাপুর ইউনিয়নের মেড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে লক্ষীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসান বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড পারভেজসহ চারসহযোগীকে দুটি নাম্বার বিহীন মোটরসাইকেলসহ আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে একটি এলজি, ৪ রাউন্ড গুলিসহ আটক করা হয়। আটককৃত চিহ্নিত সন্ত্রাসী পারভেজের বিরুদ্ধে চাটখিলসহ বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।
এছাড়া উপজেলার বজরা ইউনিয়ন থেকে ছিনতাই হওয়ার একটি প্রাইভেট কার চট্রগ্রামের বন্দর এলাকা থেকে পুলিশ উদ্ধার করে। এসময় ছিনতাইচক্রের সাথে জড়িত দুই জনকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন