বাগেরহাটের মোরেলগঞ্জে ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু আনুষ্ঠানিকভাবে বীজ বিতরণ করেন। এসময় উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা অনুপম রায়।
উপজেলা কৃষি দপ্তর আয়োজিত এই বীজ বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন, প্রাণী সম্পদ কর্মকর্তা পিযুষ কান্তি ঘোষ, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুরুল হাসান, মৎস্য কর্মকর্তা মো. ইয়াকিন আলী শেখ ও বিআরডিবি কর্মকর্তা নারায়ন চন্দ্র। আলোচনা শেষে ৯০ জন কৃষকের কাছে বিনামূল্যে ফেলন বীজ, খেসারি বীজ, ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়।
চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তি কৃষকদের মাঝে উৎসাহ যোগাতে মোরেলগঞ্জে ৫শ’ ৪০জন কৃষকের জন্য বিভিন্ন ধরনের সার ও বীজ পর্যায়ক্রমে বিতরণ করা হবে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে। একইদিন কৃষি দপ্তরের আয়োজনে জাতীয় ইদুর নিধন অভিযান ২০১৫’রও উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব