ঝিনাইদহের কালীগঞ্জে একটি নির্মাণাধীন বাড়ির প্রাচীরের গেট ভেঙে চাঁদনী (৬) ও নিশি (৭) নামের দু’শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চাঁদনী উপজেলার সানবান্দা গ্রামের মিলন হোসেনে মেয়ে ও নিশি একই গ্রামের আকাল হোসেনের মেয়ে। তারা দু’জনই সানবান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই বাড়ির উঠানে খেলা করছিল চাদনী ও নিশি। হঠাৎ তাদের মাথার ওপর গেট ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই নিশি মারা যায় এবং চাদনীকে উদ্ধার করে কালীগঞ্জ ডক্টরস ক্লিনিকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব