বগুড়ায় র্যাব পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান হেরোইন, গাঁজা ও ইয়াবা বড়ি উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করছে।
মঙ্গলবার সকালে বগুড়া শহরের হাড্ডি পট্টি থেকে সোয়া তিন লাখ টাকা মূল্যের ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ২৭০ গ্রাম হেরোইন, ২ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৮ হাজার হাজার টাকা ও সোমবার রাতে আদমদিঘি থেকে ২ কেজি গাঁজা সহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ার মোঃ বেলালের পুত্র শামছু ওরফে কানা শামছু (৩৫), হাড্ডিপট্টি কলোনী এলাকার মোঃ কালাম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম ওরফে ফাইমা (৪০) এবং আদমদীঘির সান্তাহার ঢাকা পট্রি থেকে দুই কেজি গাঁজাসহ সান্তাহার ইর্য়াড কলোনীর বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আলতাফ হোসেনকে (৩৬) আটক করে।
সোমবার রাতে আলতাফকে আদমদিঘি থানায় সোর্পদ করে র্যাব।
র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, বগুড়া শহরের হাড্ডি পট্টি থেকে গ্রেফতারকৃত ফাইমা ও শামছুর বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। তারা দুজনেই বগুড়ার অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী। তাদের থানায় হস্তান্তর করা হয়ছে।
বগুড়ার আদমদিঘি থানার পরিদর্শক (তদন্ত) জহরুল হক জানান, এ ঘটনায় থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদক বিক্রেতা আলতাফ হোসেনকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন