বগুড়ার কাহালু, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জামায়াত, শিবির ও বিএনপির ছয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে কাহালুতে জামায়াত-শিবিরের দুই নেতাসহ ৪ জন, শাজাহানপুরে শিবিরের সভাপতি এবং শেরপুরে বিএনপির এক নেতা রয়েছেন।
কাহালু থানার ওসি সুমিত কুমার কুন্ডু জানান, মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আ. রাজ্জাক (৫২), উপজেলা শিবিরের সভাপতি ওমর ফারুক (২০), আদমদিঘি উপজেলা শিবিরের সাবেক সভাপতি রেজওয়ানুল হক (২২) ও কাহালু উপজেলা শিবিরের প্রকাশনা সম্পাদক গোলাম রব্বানীকে (২২) গ্রেফতার করা হয়।
তিনি জানান, রেজওয়ানুল হকের বিরুদ্ধে আদমদিঘি থানায় ২টি ও সদর থানায় ৪টি নাশকতার মামলা রয়েছে। এছাড়া অপর দুই শিবির নেতার বিরুদ্ধে কাহালু ও সদর থানায় একটি করে নাশকতার মামলা রয়েছে।
এদিকে, শাজাহানপুর থানার এসআই তাজমিলুর রহমান জানান, একই সময় শাজাহানপুরে অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি আশেকপুর ইউনিয়ন শিবিরের সভাপতি সোহেল রানাকে (৩০) নিজ বাড়ি গ্রেফতার করেছে পুলিশ। সোহেল রানা আশেকপুর ইউনিয়নের সাবরুল মোল্লাপাড়া এলাকার একরাম হোসেনের ছেলে। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
এছাড়াও বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জয়লা জুয়ান গ্রামে অভিযান চালিয়ে নাশকতার মামলার আসামি বিএনপি নেতা জাহাঙ্গীর আলমকে (৪০) নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি একইগ্রামের আজিজুল হক সরকার দুদুর ছেলে।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব