বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে শহরের মাটিডালিতে যাত্রীবাহী বাস উল্টে একজন ও শহরের বনানী মোড়ে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়।
নিহত বাসযাত্রী বদিউজ্জামান (৫৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্যামপুর গ্রামের কেরামত আলীর পুত্র এবং মোটরসাইলেক আরোহী তৌহিদুল ইসলাম (৫২) গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভান্ডার পাইকার গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।
মঙ্গলবার দুর্ঘটনার পর আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস মাটিডালী এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে বাসের ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৫ জনকে স্থানীয় রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে বদিউজ্জামান মারা যান। আহত অন্যান্যরা সকলেই গাইবান্ধা জেলার বাসিন্দা।
এছাড়া একই দিন দুপুর আড়াইটায় বগুড়া শহরতলীর বনানী এলাকায় কোচের চাপায় মটর সাইকেল আরোহী তৌহিদুল ইসলাম (৫২) মারা যান। মহাসড়ক পারাপারের সময় বাসের নিচে চাপা পড়ে তিনি মারা যান।
নিহত তৌহিদুল গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের ভান্ডার পাইকার গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে।
বগুড়ার শাজাহানপুর থানার ওসি আলমগীর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৫/মাহবুব