নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে স্কুলছাত্র ইব্রাহিম (১৪) হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক এএমএম মোরশেদ খান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বাদশা আলম, ইউসুফ ও মনসুর মুন্সি।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহাদাত হোসেন জানান, ২০১২ সালে জেলার সদর উপজেলার দাদপুর গ্রামে বদু মিয়ার ছেলে স্কুলছাত্র ইব্রাহিমকে জমি সংক্রান্ত বিরোধের জেরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে ইব্রাহিমের বাবা বদু মিয়া বাদী হয়ে সুধারাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘদিন ধরে তদন্ত ও আদালতের শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে এ মামলা রায় দেন।
বিবাদী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন