নরসিংদী সদর উপজেলার সোনাতলা এলকা থেকে একটি বিদেশী পাইপগান, দুটি কার্তুজ ও ২০০ পিস ইয়াবাসহ রাসেল মোল্লা (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রাসেল মোল্লা শিবপুর উপজেলার কামারগাঁও এলাকার রউফ মোল্লার ছেলে।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাসেল মোল্লা ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে শিবপুর ও সদর থানায় চারটি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব