গাইবান্ধার সাঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় পারুল বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী আফজাল মিয়া (৫০)।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের বুরুঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আফজাল মিয়ার সঙ্গে জমি নিয়ে প্রতিবেশি নুরুল ইসলাম নূরু গংদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে শুক্রবার সকালে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডার নূরু তার লোকজন নিয়ে হামলা চালিয়ে আফজাল-পারুল দম্পতিকে এলোপাতাড়ি মারধর করে। এতে পারুল ঘটনাস্থলেই মারা যায়।
তারা আরও জানান, আহত আফজালের অবস্থা আশঙ্কাজনক। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই হামলাকারীরা আত্মগোপন করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর, ২০১৫/মাহবুব