গাইবান্ধা সদর উপজেলায় কুপতলা ইউনিয়নের স্কুলের বাজার গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কল্পনা বেগম (২৯) ও তার ভাতিজা রায়হানের (১৪) মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত কল্পনা বেগম ওই গ্রামের মৃত হবিবর রহমান হবির মেয়ে ও রায়হান শাহীন মিয়ার ছেলে।
গ্রামবাসী জানান, কল্পনা বেগম সকালে তার বাড়ির উঠানে থাকা একটি লোহার তারে ভিজা কাপড় রোদে দিতে যান। এতে কল্পনা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। তাকে উদ্ধার করতে ছুটে যায় ১৩ বছর বয়সী ভাতিজা রায়হান। কল্পনা বেগমকে উদ্ধার করতে গিয়ে দু’জনই বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুপতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আদুল আজিজ জানান, শর্টসার্কিটের কারণে পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/ ০৫ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন