নওগাঁ সদর উপজেলার শালুককুড়ি এলাকায় চার্জার ভ্যান ছিনতাই করে পালানোর সময় ভ্যানসহ চার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
আজ শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। সকালে নওগাঁ সদর মডেল থানা পুলিকে সোপর্দ করে স্থানীয়রা।
আটককৃতরা হলো- নওগাঁ সদর উপজেলার বুজরুক আতিথা গ্রামের আতাউর রহমানের ছেলে সোহেল রানা (২৫), সদর উপজেলার কোমাইগাড়ী মহল্লার আব্দুস সাত্তারের ছেলে বাপ্পি হোসেন (২৩), সদর উপজেলার বাচাড়ীগ্রাম গ্রামের বাবুর ছেলে সম্রাট হোসেন (২৯) ও মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জবিরের ছেলে সাগর হোসেন (২৮)।
নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) সামসুল আলম জানান, বৃহস্পতিবার রাতে সোহেল রানা, বাপ্পি, সম্রাট ও সাগর নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর থেকে চার্জার ভ্যানটি ছিনতাই করে পালিয়ে যাচ্ছিল। ঘটনা জানাজানি হলে শালুককুড়ি এলাকার লোকজন তাদের আটক করে থানায় খবর দেয়। সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভ্যানটি উদ্ধার ও আটককৃতদের থানায় আনে।
ওসি জানান, আটককৃতদের মধ্যে সোহেল রানা ও বাপ্পির বিরুদ্ধে ইতোপূর্ব থানায় দায়ের করা চুরি-ছিনতাইয়ের একাধিক মামলা আছে।
এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি সামসুল আলম।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন