নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামপুর বাজার এলাকায় নেত্রকোনা-কেন্দুয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাটিবাহী একটি ট্রলিকে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন