বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরের মালিপাড়ার দুর্গামন্দিরে স্থাপিত লক্ষ্মী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই মন্দিরে প্রবেশ করে লক্ষ্মী প্রতিমা তুলে পার্শ্ববর্তী সৈয়দ আহম্মদ কলেজ পুকুর পাড়ে নিয়ে গিয়ে ভাঙচুর করে ফেলে রেখে যায়। আজ শুক্রবার ভোরে মালিপাড়ার লিলি রানী নামের এক গৃহবধূ দুর্গা মন্দিরে গিয়ে প্রতিমা দেখতে না পেয়ে পাড়ার লোকজনদের জানায়। এরপর গাবতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মালিপাড়ার দুর্গামন্দিরের সভাপতি প্রমত মালী জানান, গত মঙ্গলবার ওই মন্দিরে লক্ষ্মী পূজা করা হয়েছে। এর পর তা বিসর্জন না দিয়ে মন্দিরেই রাখা ছিল। কিন্তু গত বৃহস্পতিবার রাতের মধ্যে ভাগে দুর্বৃত্তরা মন্দির থেকে লক্ষ্মী প্রতিমা চুরি করে ভাঙচুরের পর স্থানীয় পুকুর পাড়ে করে ফেলে রেখে যায়।
গাবতলী সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গাবতলী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রাণবন্ধু দেবনাথ এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।
গাবতলী থানার ওসি শাহিদ মাহমুদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি-প্রতিদিন/৬ নভেম্বর ২০১৫/শরীফ