জামালপুরের বকশীগঞ্জে ভতিজার শাবলের আঘাতে ইনতাজ আলী (৫৪) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার নিলাক্ষীয় ইউনিয়নের সাজিমারা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইনতাজ আলী সাজিমারা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাদ দিয়ে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বলেন, ইনতাজ আলীর একটি ছাগল তার ভাই তারা ডাক্তারের মরিচ খেতের কিছু অংশ খেয়ে ফেলে। এতে ক্ষুব্ধ হয়ে তার ভাতিজা খোকন ছাগলটিকে পিটিয়ে মেরে ফেলেন।
ছাগল মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে চাচা ইনতাজ আলী প্রতিবাদ করতে গেলে ভাতিজা খোকন ধারালো শাবল দিয়ে তাকে আঘাত করেন। এ সময় তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন