সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। লোকটির বয়স আনুমানিক ৫০ বছর। পরনে সাদা চেক লুঙ্গি ও হলুদ পাঞ্জাবী রয়েছে। পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক হায়দার আলী জানান, ভোরের দিকে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর ট্রেনের নীচে পড়ে ওই ব্যক্তি মারা যায়। সংবাদ পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন