বগুড়ায় দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রির্পোটার জিয়া শাহীনকে হত্যার চেষ্টা করা হয়েছে। বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জল ও তার লোকজন এ চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় সাংবাদিক জিয়া শাহীন শুক্রবার বেলা ১১টায় ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জলসহ ৬ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জিয়া শাহীন ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চিথুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রির্পোটার হিসেবে বগুড়া জেলার দায়িত্ব পালন করছেন।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে চেয়ারম্যান রাশেদুজ্জামন উজ্জল লোকজন নিয়ে গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে মাদকদ্রব্য সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ইউপি কার্যালয় থেকে মাদকের খালি বোতল, গাঁজা কাটার সরঞ্জামসহ মাদকদ্রব্য সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করে। এ সময় চেয়ারম্যান ও তার লোকজন ইউপি কার্যালয় ত্যাগ করেন। এদিকে পুলিশকে সংবাদ দেওয়ার সন্দেহে চেয়ারম্যান ও তার লোকজন সাংবাদিক জিয়া শাহীনের উপর ক্ষুব্ধ হন। রাত ৯টার দিকে জিয়া শাহীন গোসাইবাড়ি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় বাড়ির অদূরে রাস্তায় চেয়ারম্যান ও তার লোকজন তাকে ধাওয়া দিয়ে হত্যার চেষ্টা চালায়। শাহীন পালিয়ে প্রাণ রক্ষা করেন।
এ বিষয়ে সাংবাদিক জিয়া শাহীন জানান, চেয়ারম্যান ও তার লোকজন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বসে মাদক দ্রব্য সেবন করেন। এই ঘটনায় সংবাদ প্রকাশ করায় চেয়ারম্যান আমার ওপর ক্ষুব্ধ হন। এর আগেও আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আমাকে হত্যার হুমকি দেন। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার মিথ্যা অভিযোগে আমাকে আবারও হত্যার চেষ্টা করেন চেয়ারম্যান।
গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) রাশেদুজ্জামান উজ্জল বলেন, সাংবাদিক জিয়া শাহীন ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়ে আমার বিরুদ্ধে বার বার মিথ্যা অভিযোগ দিচ্ছেন। মাদক দ্রব্য সেবনের ঘটনার সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই।
ধুনট থানার ওসি মিজানুর রহমান অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কার্যালয়ে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই চেয়ারম্যান ও তার লোকজন ঘটনাস্থল ত্যাগ করেন। অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ