চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদী গ্রাম থেকে রহিমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় চাঁদপুর মডেল থানা পুলিশ ওই গ্রামের পাটোয়ারী বাড়ির পাশের একটি বাগানের ছোট গাছ থেকে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রহিমা আক্তার স্থানীয় বাগড়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আনোয়ার হোসেন পাটোয়ারীর স্ত্রী ও পার্শ্ববর্তী বাগাদী ইউনিয়নের বড় শেখ বাড়ির আ. হাই শেখের মেয়ে।
রহিমার বড় ভাই ইব্রাহীম শেখ জানান, দেড় বছর আগে বালিয়া ইউনিয়নের সাপদী গ্রামের পাটোয়ারী বাড়ির জলিল পাটোয়ারীর ছেলে আনোয়ার হোসেন পাটোয়ারীর সাথে তার বোনের বিয়ে হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে ভগ্নিপতি আনোয়ারের পরকিয়া সম্পর্কে তার বোন জানতে পারলে স্বামী-স্ত্রীর মধ্যে বাক-বিতণ্ডা হয়। সকালে তার ভগ্নিপতির ছোট ভাই বশির ফোন করে প্রথমে জানায় তার বোন নিখোঁজ। পরে সকাল ৯টায় জানায় রহিমা ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
রহিমার পিতা আ. হাই শেখ অভিযোগ করে জানান, রাতে তার মেয়েকে হত্যা করে ওই বাড়ি থেকে ৫শ' গজ দূরে মোজাম্মেল হোসেন পাটোয়ারী বাড়ির পাশে একটি গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মাসুদ শামীম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির লোকজন পলাতক রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ