সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় রঁশি পেচিয়ে শ্বাসরোধে ষাটোর্দ্ধ এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার সাতটিকরি এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে লাশটি উদ্ধার করেন।
প্রাথমিকভাবে নিহত বৃদ্ধের পরিচয় পাওয়া না গেলেও তার পকেটে রাখা চশমার খাপে মা অপটিক্যাল, নওয়াপাড়া, যশোর লেখা রয়েছে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা গলায় রশি পেঁচিয়ে বৃদ্ধটিকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। তবে বেশভুষা দেখে মনে করা হচ্ছে নিহত ব্যক্তিটি গরু ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন