চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপি'র নবগঠিত পকেট কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। আজ শুক্রবার সকাল ১১টায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী।
বিএনপি'র এ নেতা বলেন, কেন্দীয় বিএনপি'র প্রেরিত পত্র অনুযায়ী কোন এলাকায় কমিটি গঠনের ক্ষেত্রে স্থায়ী কমিটির সদস্য, নির্বাহী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির সদস্য এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাগণের মতামত আবশ্যক। কিন্তু এই নিয়মের কোনটিই বর্তমান পকেট কমিটির নেতৃবৃন্দ মানেননি।
সংবাদ সম্মেলনে ঘোষিত পকেট কমিটির ব্যাপারে অনাস্থা প্রকাশ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুব-বিষয়ক সম্পাদক আবু তাহের ভেন্ডার, পৌর বিএনপি'র সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটোয়ারী, যুবদল সভাপতি মাসুদ এলাহী সুভাস, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম মালেক, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য ইউনুছ বিএসসি (এল.এল.বি), সেচ্ছাসেবক দলের সভাপতি তাফাজ্জল হোসেন, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম মানিক, ছাত্রদল সভাপতি হাবিবুন্নবী সুমন, পৌর ছাত্রদল সম্পাদক কামরুল হাসানসহ শতাধিক নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ