লক্ষ্মীপুরে বিএনপি'র পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সদর উপজেলার চর ররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় রুসুলগঞ্জ বাজারে আজ শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নকে গণ সম্বর্ধনা অনুষ্ঠানে তারা ফুলের তোড়া দিয়ে দল পরিবর্তন করেন।
সম্বর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু বিজন বিহারী ঘোষ, আওয়ামী লীগ নেতা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন পাটোয়ারী প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ