বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর ও মীর্জাপুর গ্রামের ৩টি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতি শেষে তারা ২টি ককটেলের বিস্ফোরণ ঘটায় বলে গ্রামবাসীরা জানান।
এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আনুমানিক ৫/৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনা ঘটার পর গ্রাম দুইটিতে এখন আতংক বিরাজ করছে।
গ্রামবাসী আরো জানান, বৃহস্পতিবার রাত দুইটার দিকে অস্ত্রধারী ডাকাতরা উজেলার মোহাম্মদপুর গ্রাামের সাবদার মাষ্টার ও নুর আলমের বাড়িতে প্রবেশ করে মারধরের পর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১লাখ টাকা ও ৪ ভরি সোনা এবং নুর আলমের বাড়ি থেকে দেড় লাখ টাকা ও ৬ ভরি সোনা নিয়ে যায়।
এদিকে একই উপজেলার মীর্জাপুর গ্রামের নিজাম উদ্দীনের বাড়িতে হানা দিয়ে ডাকাতদল সোনা ও নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। শৈলকুপার ত্রীবেনি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অজয় কুন্ডু ডাকাতির ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ডাকাতির ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/ ০৬ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন