জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে মুফতি জাহিদ হাসান মারুফ নামে এক মাদ্রাসা শিক্ষাককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর ৩টার দিকে ফেনীর ফুলগাজী উপজেলার তারাকুচা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহম্মেদ জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের ঢাকা কার্যালয়ে নিয়ে যান।
মুফতি মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, ভোর রাত ৩টার দিকে গোয়েন্দা পুলিশ তার বাড়ি ও তারাকুচা দারুল উলুম নুরানি মাদ্রাসায় অভিযান চালায়। পুলিশ তাকে জানিয়েছে দীপন হত্যা মামলায় মারুফের সংশ্লিষ্ট থাকার অভিযোগ গোয়েন্দা পুলিশের কাছে রয়েছে। তবে মুফতি হাবিব জানান, তার ছেলে কোন জঙ্গী তৎপরতার সাথে জড়িত নয়। তিনি জানান, তার ছেলে এই মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন। ছাগলনাইয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা থেকে ইসলামি আইনশাস্ত্রে (মুফতি) দুই বছরের পড়ালেখা করেন। পড়ালেখা শেষে নিজ বাড়িতে এসে নিজ মাদ্রাসার দায়িত্ব নেন।
ডিবি পুলিশের ফেনীর অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, অভিযানের সময় তিনি ছিলেন না। তার কাছে শুধু তথ্য ছিল- ঢাকা থেকে ডিবি পুলিশের একটি টিম ফুলগাজীতে অভিযান চালাবে। গোয়েন্দা সূত্রে জানা যায়, প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্থ সোর্সের মাধ্যমে তথ্য অনুযায়ি তারা মুফতি মারুফকে সন্দেহের তালিকায় রেখেছেন।
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ