বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বসবাড়িতে অগ্নি সংযোগের অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোর ৫টার দিকে ভাইজোড়া গ্রামের মৃত মান্নাফ ফকিকেরর বসত বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে।
আগুনে নগদ টাকাসহ কমপক্ষে ৭ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গোটা বাড়ি পুড়ে যায়।
মৃত মন্নাফ ফকিরের স্ত্রী কহিনুর বেগমের অভিযোগ, শত্রুতা করে বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রশিদা