কক্সবাজারের টেকনাফে এক শীর্ষ মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফরিদ (৪৫) টেকনাফ সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার দিল মোহাম্মদের ছেলে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, শনিবার ভোরে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাঞ্চনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে তার বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফরিদ অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানবপাচারে জড়িত ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/ ০৭ নভেম্বর, ২০১৫/ রশিদা