বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও জামায়াতের ২০ নেতাকর্মীসহ ৭৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অস্ত্রসহ বেশকিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করার হয়।
জেলা পুলিশের মিডিয়া বিভাগ জানায়, শুক্রবার দিবাগত রাতে পুলিশ জেলার ১২ থানায় বিশেষ অভিযান চালায়। এ সময় জামায়াতের ধুনট উপজেলা শাখার সাবেক আমীর হারুন অর রশিদ, শেরপুর উপজেলার সাবেক সেক্রেটারি আফছার উদ্দিনসহ জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত ও ছাত্রশিবিরের ১৫ জন এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের ৫ জনকে গ্রেফতার করে। এ ছাড়া ছিনতাই, চাঁদাবাজি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো ৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় উদ্ধার হয়েছে ১২টি ককটেল, একটি দেশীয় পিস্তুল, ৯ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ২টি চাইনিজ কুড়াল, ২টি ছুরি, ৩০০ বোতল ফেন্সিডিল, ৮০ পিস ইয়াবা ১৬ পুরিয়া ইয়াবা।
এ ব্যাপারে সিনিয়র এএসপি গাজিউর রহমান জানান, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিুরদ্ধে গাড়ি ভাংচুর , অগ্নিসংযোগের অভিযোগে নাশকতার মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৫/মাহবুব