বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বেবাজ গ্রামে একই পরিবারে ৭ জনকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে।
অচেতন অবস্থায় ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অচেতন ৭ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
গতকাল শুক্রবার রাতের যে কোন সময় রান্না ঘরের জানালা ভেঙে দুর্বৃত্তরা হেমায়েত বক্সের ঘরে ঢুকে পরিবারের ৭ জনকে অচেতন করে স্বর্ণালংকার, ৭টি মুঠোফোন সেটসহ নগদ ৫০ হাজার টাকা চুরি করে নেয়। অচেতন ব্যক্তিরা হলেন, হেমায়েত বক্স, জব্বার বক্স, মুন্না বক্স, তুহিন বক্স, ফাতেমা আক্তার, খাদিজা বেগম ও মনি বেগম।
বাকেরগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামারুজ্জামান জানান, চেতনানাশক ঔষধ ব্যবহার করে তাদের অচেতন করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
বাকেরগঞ্জ থানার এসআই হানিফ জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এসআই হানিফ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন