চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর মোড়ে আজ শনিবার বিকালে র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব জানায়, আজ শনিবার গোমস্তাপুর মোড়ে অবৈধ আগ্নেয়াস্ত্র বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোষাকে র্যাব সদস্যরা বিকাল ৩টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র বেচাকেনার সময় ৩ অস্ত্র ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার পারচৌকা গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (২২), রাজনগর হাঙ্গামী গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ সাগর আলী (২১) ও গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল গ্রামের-মোঃ এজাবুল হকের ছেলে মোঃ আল মামুন ওরফে মামুন (২৩)কে হাতেনাতে আটক করে।
পরে তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তুল, ২টি ম্যাগজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন