লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নে শনিবার বিকেলে কৃষকের জমি চাষ শেষে উপজেলা শহরে ফেরার পথে পানবাড়ী নামক এলাকায় ট্রাক্টর চাপায় স্কুল ছাত্র জাহিদ হোসেন (১৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
এ ঘটনার পর ওই ট্রাক্টরের চালক পলাতক রয়েছে।
নিহত জাহিদ হোসেন উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পানবাড়ী এলাকার আজিজার মিয়ার ছেলে। সে ওই ইউনিয়নের পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন