ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ অনার্স (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে। ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবছর ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসসহ যে কোন ধরনের জালিয়াতি রুখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহন করেছেন। এছাড়া কোন ভর্তিচ্ছুকে র্যাগীংয়ের নামে হয়রানি করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ক্যাম্পাস সূত্রে জনা যায়, ভর্তি পরীক্ষায় যে কোন ধরনের অপরাধ দমনে সার্বক্ষনিক মাঠ থাকছে মোবাইল কোর্ট। এছাড়া ভর্তি পরীক্ষায় যেকোন ধরনের জালিয়াতি এবং অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে মেইন গেটসহ প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের প্রবেশ পথে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে।
প্রতিদিন চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা সকাল সাড়ে ৯ টা থেকে সকাল সাড়ে ১০ টা পর্যন্ত, ২য় শিফটের পরীক্ষা সকাল সাড়ে ১১ টা থেকে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত, ৩য় শিফটের পরীক্ষা দুপুর ২ টা থেকে ৩ টা পর্যন্ত এবং ৪র্থ শিফটের পরীক্ষা বিকাল ৪ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ রবিবার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর মোট ১৬৯৫ আসনের বিপরীতে মোট ৬৪৭৮০টি আবেদন জমা পড়েছে।
এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd এ বিস্তারিত জানা যাবে।