সাতক্ষীরায় ওয়ালটন জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কলারোয়া উপজেলা দলকে ৩-১ গোলে পরাজিত করে বিজয় নিশ্চিত করেছে সাতক্ষীরা সদর উপজেলা দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সার্বিক ব্যাবস্থাপনায় জেলা প্রশাসন ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে আজ শনিবার সাতক্ষীরা স্টেডিয়ামে বিকাল ৩ টায় খেলাটি অনুষ্টিত হয়।
প্রথম অর্ধের খেলায় ১৬ নম্বর জার্সি পারহিত খেলোয়ার কবিরের গোলে কলারোয়া উপজেলা দল ০-১ গোলে এগিয়ে যায়। প্রথম আর্ধের খেলার শেষ মূহুর্তে সদর উপজেলা দলের ১০ নম্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় কিংস লে গোল করে ১-১ গোলে খেলায় সমতা আনেন। খেলার দ্বিতীয় আর্ধে সদর উপজেলা দলের ১০ নম্বর জার্সি পরিহিত একই খেলোয়াড় দলের পক্ষে দ্বিতীয় গোল করে দলকে ২-১ এগিয়ে নেন। পরে খেলার শেষ মিনিটে ৯ নস্বর জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় ইয়েকো দর্শনীয় গোল করেন। এতে ৩-১ গোলে সাতক্ষীরা সদর উপজেলা দল বিজয় নিশ্চিত করেন।
সাতক্ষীরা পৌরসভা ও জেলার ৭টি উপজেলা দল নিয়ে গঠিত ৮ দলীয় এই টুর্নামেন্ট এর শুরুতে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, থিম সং, ফেস্টুন, ফানুস ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশিনার মো: আবদুস সামাদ।
এসময় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাফুফের ভাইস প্রেসিডেন্ট বাদল রায়, ওয়ালটনের স্টায় সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ এম ইকবাল বীন আনোয়ার (ডন)।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির পিপিএম(বার), অতিরিক্ত জেলা প্রশাসক এ.এফ.এম এহতেশামূল হক, সাতক্ষীরা পৌর মেয়র আব্দুল জলিল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাক্ষ আবু আহম্মেদ, সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সিরাজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পী, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ নিজাম উদ্দীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন