বরিশাল নগরীর নতুন বাজার থেকে ১০ বোতল ফেন্সিডিল সহ সাংবাদিক পরিচয়ধারী এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ সন্ধ্যায় শনিবার আটককৃত আবুল বাসার খোকন নগরীর কাউনিয়া থানার করিম ছৈয়ালের ছেলে। খোকন নিজেকে দৈনিক নওরোজ পত্রিকার জেলা প্রতিনিধি পরিচয় দিয়ে মোটরসাইকেল এবং বাসায় প্রেস স্টিকার লাগিয়ে ফেন্সিডিল ব্যবসা করে আসছিল বলে জানিয়েছেন ডিবি’র সহকারী কমিশনার আবু সাঈদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকার বাবুল খানের বাড়ির সামনে অভিযান চালায় তাদের একটি দল। সেখান থেকে খোকনকে আটকের পর দেহ তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে দৈনিক নওরোজ পত্রিকার পরিচয়পত্র প্রদর্শন করে। এ ঘটনায় ডিবির এসআই মিলন বিশ্বাস বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা করেছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন