কুমিল্লা সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা কাজী গোলাম কিবরিয়াকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত ৮টার দিকে নগরীর ভাটপাড়া এলাকা থেকে তাকে আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশ।
কোতয়ালী মডেল থানার ওসি মো: আবদুর রব আটকের বিষয়টি নিশ্চিত করলেও কি মামলায় তাকে আটক করা হয়েছে তা তাৎক্ষনিকভাবে তিনি জানাননি। কাউন্সিলর কিবরিয়া জামায়াত নিয়ন্ত্রিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা মহানগরী উত্তর শাখার সেক্রেটারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন