লক্ষ্মীপুরের রামগঞ্জে অনৈতিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এম এ মমিন পাটোয়ারী নামের এক আওয়ামী লীগ নেতাকে হাতে-নাতে ধরে গণপিটুনি দিয়েছে স্থানীয় এলাকাবাসী।
শুক্রবার গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ওই আওয়ামী লীগ নেতা বলছেন বিএনপি জামায়াত শিবির চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে দাবি করেন।
এলাকাবাসী জানান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ সম্পাদক এম এ মমিন পাটোয়ারীর (৪৫) সঙ্গে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শেখপুরা গ্রামে জনৈক ব্যক্তির স্বামী পরিত্যক্তা কলেজ পড়ুয়া মেয়ের (২২) সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া চলছিল। শুক্রবার রাত ১২টার দিকে ওই মেয়ের বাড়ির বাইরে তারা অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। এসময় এলাকাবাসী তাদের দু’জনকে আপত্তিকর অবস্থায় আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই মমিনকে উদ্ধার করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় একটি মেয়ের সঙ্গে আওয়ামী লীগ নেতা মমিন পাটোয়ারী অনৈতিক কাজে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে সম্পৃক্ত কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির এ সহ সম্পাদক জানান, বিএনপি জামায়াত শিবির চক্র ষড়যন্ত্রমুলকভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ওই এলাকার কোন মেয়ের সাথে তার সম্পর্ক নেই বলে দাবি করেন এ নেতা।
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর ১৫/ সালাহ উদ্দীন