চুয়াডাঙ্গা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে ঘুমন্ত স্ত্রী আলেয়া বেগমকে (৪২) জবাই করে হত্যা করেছে স্বামী রহম আলী (৫২)। আজ রবিবার ভোর ৫টার দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্ত্রীকে জবাই করে হত্যার পরপরই ঘাতক স্বামী রহম আলী পালিয়ে গেছে। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার এস আই মহসিন আলী জানান, সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের আবু তালেবের ছেলে রহম আলীর সঙ্গে পাশের আলমডাঙ্গা উপজেলার নিমতলা গ্রামের আলেয়া বেগমের বিয়ে হয় ২৬ বছর আগে। তাদের দু’ ছেলে ও এক মেয়েরও বিয়ে হয়ে গেছে। সাংসারিক বিভিন্ন কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই গোলযোগ দেখা দিত। গতরাতে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়ে ছিল। আজ রবিবার ভোরের দিকে ঘুমন্ত স্ত্রীকে জবাই করে পালিয়ে যায় স্বামী রহম আলী। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘাতক স্বামীকে পুলিশ আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ