নীলফামারী জেলার বিভিন্ন স্থানে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের নেতা কর্মীসহ বিভিন্ন মামলার ৫৩ আসামীকে আটক করেছে। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপি-জামায়াতের ৩৮ জন নেতাকর্মী রয়েছে।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন জানান, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে নীলফামারী জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। বিকালে আদালতের মাধ্যমে আটককৃতদের জেলা কারাগারে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ