নাশকতার সৃষ্টির অভিযোগে ঝিনাইদহে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলায় এ অভিযান চালানো হয়।
তারা হলেন- ঝিনাইদহ সদরে ৩ জন, কোটচাঁদপুর ৩ জন, শৈলকুপায় ১ জন, হরিণাকুন্ডুতে ১ জন, কালীগঞ্জ ১ জন ও মহেশপুর ১ জন।
ঝিনাইদহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ আটকের বিষয়টি স্বীকার করে জানান, চলমান অভিযানে অংশ হিসাবে তাদেরকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৫/মাহবুব