চাঁপাইনবাবগঞ্জে বিএনপি-শিবিরের ১০ নেতা-কর্মীসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৮ জন বিএনপি’র এবং ২ জন শিবিরের নেতা।
জেলার পাঁচ উপজেলায় শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩০ জন ওয়ারেন্টভূক্ত আসামী এবং ১২ জন নিয়মিত মামলার আসামী রয়েছেন।
এদের মধ্যে গোমস্তাপুর উপজেলা ছাত্র শিবিরের অর্থবিষয়ক সম্পাদক আজম আলী ২০) রয়েছেন। আজ রবিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ