দিনাজপুর-পার্বতীপুর সড়কে পার্বতীপুর-ঢাকাগামী একটি পরিবহনের বাসের চাপায় পিষ্ট হয়ে মো. সামিউর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত সামিউর রহমান (৩২) জেলার বোচাগঞ্জ উপজেলার সুধির হাট গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। আজ রবিবার সকাল ৯টার দিকে পার্বতীপুর উপজেলার দিনাজপুর-পার্বতীপুর সড়কের মম্মথনপুর ইউনিয়নের কৈগত পাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার এসআই মো. পলাশ জানান, পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের মম্মথনপুর কৈগত পাড়া মোড়ে সকাল ৯টায় মো. সামিউর রহমান (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীকে ঢাকাগামী একটি পরিবহন চাপা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
পার্বতীপুর মডেল থানার ওসি মো. মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ নভেম্বর ২০১৫/শরীফ